দিনাজপুর শিশু একাডেমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৪ পিএম
দিনাজপুর শিশু একাডেমীর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং পুস্তক প্রদর্শনী ও বিক্রি অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত বিষয় ইচ্ছে মতো অংকন, ‘খ’ বিভাগ তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগ সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি বিষয় মহান মুক্তিযুদ্ধের দৃশ্য অঙ্কন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা (সকল) বিষয় ইচ্ছে মতো অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি, ‘খ’ বিভাগ তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি এবং ‘গ’ বিভাগ সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি বিষয বিজয়ের যে কোন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওয়াহেদ জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ১১ টায় শিশু একাডেমী অডিটোরিয়ামে বিজয়ী শিশুদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে