মহান বিজয় দিবস উপলক্ষ্যে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। ১৫ ডিসেম্বর, সোমবার সকালে উপজেলার ঈদগাহ উচ্চবিদ্যালয় মিলনায়তনে কাপাসিয়া উপজেলা জামায়াত এ মুক্তিযোদ্ধা সংবর্ধনার আয়োজন করে। কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর - ৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: মাইন উদ্দিন, মো: শামসুদ্দিন, আব্দুল ওয়াহাব প্রমূখ। পরে অনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।