কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্মৃতিসৌধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পুষ্ট মাল্য অর্পণ করেন। পরে তিনি সকাল সাড়ে ১০ টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, বিএনপি কারো দয়ায় চলে না। গত ১৫ বছর ফ্যাসীবাদ সরকারের আমলে বিনএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেল জুলুম খেটেছে। অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী কয়েকদিনের মধ্যে স্বদেশে প্রত্যাবর্তন করবেন। পরে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল, পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, উপজেলা যুব দলের সভাপতি মজতোবা আলী জাহাঙ্গীর, উপজেলা ছাত্র দলের সভাপতি শাহরিয়ার আহম্মেদ শামীম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ আলী আহসান সবুজ প্রমুখ।