নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রাণীনগর উপজেলা প্রশাসন,থানাপুলিশ,বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।
এদিন সর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এর পর বিভিন্ন ভবনসমূহে আলোক সজ্জা,জাতীয় পাতাকা উত্তোলন,কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পুস্পস্তবক অর্পণ এবং বিজয় র্যালী করা হয়। প্রথমে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এর পর বিএনপি,জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক,পেশাজীবি,ব্যবসায়ী,উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। এর পর রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ,কুচ কাওয়াজ ও ডিসেপ্লে প্রদর্শণ করা হয়। এরপর পুরস্কার বিতরণ এবং উপজেলার বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন বিকেলে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চ মাঠে বিজয় মেলার উদ্ধোধন করা হয়।