মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলার তরগাঁও ঈদগাহ মাঠ থেকে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে এসে সমাবেশ করে। গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর নেতৃত্বে আয়োজিত বিশাল শোভাযাত্রায় উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফ ম মতাজ উদ্দীন রেনু, গাজীপুর জেলা জজ কোর্টের জিপি ও বিএনপির প্রবীণ নেতা অ্যাডভোকেট মোঃ সোলায়মান দর্জী, আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা বিএনপি নেতা ও নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, অ্যাডভোকেট মতিউর রহমান মতি, মহসীন আলম লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা, সদস্য সচিব ফোরকানুল মুকুল, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সিদ্দিক হোসাইন, সদস্য সচিব হাবিবুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবু প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ বিএনপি চাই। রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিয়ে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে, তারা আজ আবার ছদ্মবেশে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার ঘোষণা দেন। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে এবং বিএনপি নির্বাচিত হলে সহনশীল রাজনীতি প্রতিষ্ঠা করা হবে তিনি জানান।