পাবনা-১ একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০১:৪০ পিএম
পাবনা-১ একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনা-১ (সাঁথিয়া) একক সংসদীয় আসন বহাল রাখার দাবিতে পাবনার সাঁথিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়াবাসীর ব্যানারে বুধবার(১৭ডিসেম্বর)সকাল ১১টার দিকে সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সাঁথিয়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্ল্লার সভাপতিত্বে এবং শিখন মোল্লা ও মাহাদী হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন,মাওলানা আব্দুল কুদ্দুস,সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক,মিলটন হাজী,জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই,সাঁথিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ফারুক হোসেন,ছাত্রনেতা নজরুল ইসলাম,আবুল কালাম আজাদ,বকুল হোসেন,ছাত্র প্রতিনিধি আসলাম উদ্দিন খান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,একটি কুচক্রী মহল সাঁথিয়া উপজেলা একক আসন নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। বেড়াকে আবারো সাঁথিয়ার সঙ্গে নেওয়ার পাঁয়তারা করছে। গুটিকয়েক লোক চায় না সাঁথিয়া উপজেলা একক আসন থাকুক। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই,এ ধরনের দালালদের সাঁথিয়ায় ঠাঁই হবে না। একক আসন নিয়ে ষড়যন্ত্র সাঁথিয়াবাসী মেনে নেবে না।সাঁথিয়া একক আসনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জাতীয় গাদ্দার ঘোষণার দাবি জানান বক্তারা। এছাড়া সাঁথিয়ার মাটিতে তাদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।যারা কালো টাকার পাহার গড়ে আদালতে গিয়ে খরচ করছেন,সাঁথিয়াবাসী আজীবনের জন্য তাদের ছুড়ে ফেলে দিবে। যদি একক আসন বহাল রাখা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে