আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮পাবনা-১(সাঁথিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পক্ষে বুধবার(১৭ডিসেম্বর)মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াত নেতৃবৃন্দ। আজ পাবনা-০১ (সাঁথিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পক্ষে জামায়াত নেতৃবৃন্দ।সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিজু তামান্নার নিকট থেকে মনোনয়পত্র গ্রহণ করেন তাঁরা।
মনোনয়নপত্র গ্রহণের সময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারী সহকারী অধ্যাপক আনিসুর রহমান,সাঁথিয়া পৌর আমীর হাফেজ আব্দুল গফুর,পৌর কর্মপরিষদ সদস্য সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়াম্যান আবু তালেব, উপাজেলা কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক আবুল বাশারসহ আরো অনেকে।