ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষেএক হাজার শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের বিজয় মেলায় মধুখালী প্রেসক্লাবের স্টলে ১ হাজার শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরন করা হয়।
এর আগে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি মধুখালী প্রেসক্লাবসহ মেলার সকল স্টল পরিদর্শন করেন। সে সময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহী, মধুখালী দুর্নীতি দমন কমিশনের সভাপতি মুন্সি আক্তার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্ন্নুু, সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ, সহ সভাপতি শাহজাহান হেলাল, মতিয়ার রহমান, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী, প্রচার সম্পাদক, আবির হোসেন আবু, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সহ প্রচার রাজিব হোসেন, সাংবাদিক সালমার আহমেদ, নাজমুল হোসেন, পার্থ রায় প্রমূখ।
বিজয় মেলায় মধুখালী প্রেসক্লাব স্টলে শিক্ষার্থীদের মধ্যে কলম বিতরনের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। ছোট ছোট শিক্ষার্থীরা কলম দিয়ে তাদের উজ্জল ভবিষ্যৎের দিকে এগিয়ে যাবে।