নীলফামারী টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপি চাকুরী মেলার উদ্বোধন করা হয়েছে। ১৭ ডিসেম্বর বুধবার সকালে টিটিসি ক্যাম্পাসে বেলুন ও ফিতা কেটে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার।
এ সময় তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের চাকুরী মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টিটিসিতে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা যেন তাদের অর্জিত দক্ষতা অনুযায়ী সম্মানজনক কর্মসংস্থান পায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
দিনব্যাপী এ চাকুরী মেলায় উত্তরা ইপিজেডসহ বিভিন্ন দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় চাকুরীপ্রার্থীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন এবং অনেকে তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকারেও অংশ নিচ্ছেন।
চাকুরী মেলায় টিটিসির প্রশিক্ষণার্থী, সাবেক প্রশিক্ষণার্থীসহ জেলার বিভিন্ন এলাকার চাকুরীপ্রত্যাশী তরুণ-তরুণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।