দাকোপে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৩ পিএম
দাকোপে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

দাকোপে যথাযোগ্য মর্যাদায় দিন্যাপী নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসাবে শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিসৌধে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠুর নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পন করে। এরপর পর্যায়ক্রমে উপজেলা বীরমুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, দাকোপ থানা, দাকোপ উপজেলা বিএনপি, জাতীয় নাগরিক পাটি (এনসিপি), দাকোপ প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা  জানিয়ে নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল উপজেলার সকল সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা, হাসপাতাল ও থানা ভবনে উন্নত মানের খাবার পরিবেশন, বিজয় মেলা, ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ সরকারী বেসরকারী ভবনে আলোকসজ্জাকরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে