নাগেশ্বরীতে শিক্ষা ও টেকসই কর্মশালা

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩০ পিএম
নাগেশ্বরীতে শিক্ষা ও টেকসই কর্মশালা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা পর্যায়ে ধর্মীয় নেতা, কাজী, ঈমাম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে শিক্ষা ও  টেকসই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে, এন আরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এবং চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আয়োজনে বুধবার বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এবং বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮ অনুযায়ী বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা কমিউনিটি ক্লিনিক/এফ ডব্লিউসি থেকে কিশোর কিশোরীদের যাতে করে সহজে সেবা গ্রহণ করতে পারে তার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করা এবং কিশোর কিশোরীদের কৈশোর বান্ধব তথ্যকেন্দ্র রক্ষণাবেক্ষণে পরিষদের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। 

সিএনবি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, বিশেষ অতিথি ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা আব্দুক হাকিম, বল্লভেরখাস ইউপির মহিলা সদস্য প্রতিমা চ্যাটার্জি, নারায়ণপুর ইউপির হিসাব সহকারী বিশ্বজিৎ বর্মন, ফিল্ড ফ্যাসিলিটেটর মানবী রানী প্রমুখ।


আপনার জেলার সংবাদ পড়তে