মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জাটকা জব্দ করা হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন গজারিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সন্দেহ জনক ট্রাক তল্লাশি করে প্রায় ৬ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ৫ হাজার টাকা। এ সময় ট্রাক চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস সামাদ কোস্ট গার্ডের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত জাটকা পরবর্তীতে তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।