ফুলবাড়ীয়ায় বিএনপির নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৬ পিএম
ফুলবাড়ীয়ায় বিএনপির নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিএনপির  নেতার স্থগিতাদেশ  প্রত্যাহার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকান্ডের জন্য    ময়মনসিংহের ফুলবাড়ীয়া   উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা  বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আনোয়ার বাদশার  দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে স্থগিত করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১৫ ডিসেম্বর তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

আপনার জেলার সংবাদ পড়তে