সততা শৃঙখলা দেশপ্রেম এই শ্লোগান কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অবসর সেনা, নৌ, বিমান বাহিনী অফিসার ও সদস্যবৃন্দদের ‘লাল-শাপলা প্রাক্তন প্রতিরক্ষা কল্যাণ সংস্থা’র যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। সকালে শহীদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও আনন্দ শোভাযাত্র শেষে আলোচনা সভা করেন।
আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী হলরুমে লাল-শাপলা প্রাক্তন প্রতিরক্ষা কল্যাণ সংস্থা’র সভাপতি চীফ পেটি অফিসার (অব.) মো. আব্দুর রব সরদারকে সভাপতিত্বে এক আলোচনা সভা অনিুষ্ঠিত হয়। সভায় পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট(অব.) খন্দকার মো.সেলিম। এসময় সভায় বক্তব্য রাখেন ওই কমিটির সিনিয়র সহ-সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) সহিদুল ইসলাম, সার্জেন্ট জি,এম কবির, সার্জেন্ট মো.শাহজাহান সরদার, সার্জেন্ট মো.আব্দুর রউফ খান, সার্জেন্ট মো.হুমায়ন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট মো.আ.হাকিম মিয়া, সার্জেন্ট কাজী সেলিম, ল্যান্স কর্পোরাল জাহিদ হোসেনচান, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মো.মাসুুদুর রহমান খোকন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট জসিমউদ্দিন বখতিয়ার, কর্পোরাল মো.লুৎফররহমান (নেভী), কর্পোরাল মো.জসিম মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক সার্জেন্ট মো.জামাল হোসেন, যুগ্ম অর্থ বিষয়ক সম্পাদক কর্পোরাল মো.জাহাঙ্গীর হোসেন, সৈনিক মো. চাঁন মিয়া, আইন শৃঙ্খলাবিষয়ক সম্পাদক সার্জেন্ট এ্যাভোকেট মো.জসিমউদ্দিন তালুকদার, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক সার্জেন্ট মো.রুহুল আমিন, সার্জেন্ট মো.জাকির মোল্লা, শিক্ষা বিষয়ক সম্পাদক সার্জেন্ট মো.কালাম হোসেন, ধর্ম বিষায়ক সম্পাদক সার্জেন্ট মো.সাইদুর সরদার, দুর্যোগ ও ত্রানবিষয়ক সম্পাদক ল্যান্স কর্পোরাল মো.সহিদুল ইসলাম, স্বাস্থ বিষয়ক সম্পাদক ল্যান্স কর্পোরাল মো. মোকলেছুর রহমান, প্রশাসন গৃহায়ন কর্মসংস্থান সম্পাদক সার্জেন্ট মো.হারুন, ল্যান্স কর্পোরাল মো. সেলিম খান, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক কর্পোরাল মো.আজগর আলী মোল্লা।