রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়লেও আড়াই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে একাধিক কারখানা ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লালবাগের ইসলামবাগ ও চেয়ারম্যানঘাট এলাকার ওই কারখানায় আগুন লাগে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, “দুপুর ১টা ৩০ মিনিটে আগুনের খবর পাই। ১টা ৫০ মিনিটে আমাদের টিম কাজ শুরু করে। লালবাগ, হাজারীবাগ, পলাশী ও সিদ্দিকবাজার থেকে মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।” তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে।
প্রথমে একটি টিনশেড প্লাস্টিক কারখানায় আগুন লাগলেও দ্রুত তা আশপাশের ঘিঞ্জি এলাকায় ছড়িয়ে পড়ে। টিনের কারখানা, কয়েকটি টিনের বাড়ি এবং পাশের একটি আটতলা ভবনেও আগুন ধরে যায়। ওই ভবনের দেখভালকারী মাহফুজা আক্তার জানান, আগুন লাগার পর ভবনের ২৫টি পরিবারের সবাই দ্রুত বেরিয়ে আসতে পেরেছেন।
ঘটনাস্থলের সরু গলি ও অতিঘন বসতির কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বড় চ্যালেঞ্জে পড়তে হয়। বিকেল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, “এত সরু রাস্তায় কাজ করা খুবই ঝুঁকিপূর্ণ। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সদস্যরা আগুন নেভাচ্ছেন।” তিনি আরও বলেন, এই এলাকা কোনোভাবেই নিরাপত্তা বা ভবন কোডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এখানে মানুষ ভয়াবহ ঝুঁকি নিয়ে বসবাস করছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ ও মোট ক্ষয়ক্ষতি নিরূপণে একটি কমিটি করা হবে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।