বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭ পিএম
বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে স্বর্ণ লুটের ঘটনার মূলহোতা নাসির গাজীকে (৩৭) গ্রেপ্তার করেছে বরিশাল র‍্যাব-৮ এর সদস্যরা। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশাল র‍্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাসির গাজী পটুয়াখালীর শ্রীরামপুর গ্রামের রহিম গাজীর ছেলে। 

র‌্যাব-৮ এর সদর কোম্পানি ও সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা বুধবার বিশেষ অভিযান চালিয়ে পটুয়াখালীর শ্রীরামপুর বাজার থেকে স্বর্ণ লুটের মুলহোতা নাসির গাজীকে গ্রেপ্তার করেছে।

মামলার বিবরনে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে ভিকটিম তাহমিনা ডেইজী সকালে হাঁটতে বের হলে বরিশাল কোতোয়ালি থানার ২৪ নম্বর ওয়ার্ডস্থ পুরাতন কালভার্ড সংলগ্ন রাস্তায় অজ্ঞাতনামা দুইজন অভিযুক্ত ভিকটিমকে মা ডেকে সাহায্যের কথা বলে কৌশলে শয়তানের নিশ্বাস খ্যাত চেতনানাশক পাউডার ব্যবহার করে হিপনোটাইজ করে। 

সূত্রে আরও ভিকটিম হিপনোটাইজড অবস্থায় বাসায় ফিরে রক্ষিত ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা বের করে বাসার বাহিরে থাকা অভিযুক্তদের হাতে তুলে দেয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে বরিশালের কোতেয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃত অভিযুক্তের নেতৃত্বে উক্ত ঘটনা সংঘঠিত হয়েছে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তারের জন্য বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি আবেদন করেন।

তারি পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ এর চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে স্বর্ণ লুটের মুলহোতা নাসির গাজীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নাসির গাজীকে পটুয়াখালী সদর থানায় সোর্পদ করা হয়েছে।  

আপনার জেলার সংবাদ পড়তে