মহাসড়কের বুক চিরে ছুটে চলা হাজারো মোটরসাইকেল, চারপাশজুড়ে স্লোগানের ধ্বনি আর জাতীয় পতাকার ঢেউ, বিজয়ের মাসে এমনই এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হলো চট্টগ্রামের সীতাকুণ্ড। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর সমর্থনে ব্যতিক্রমধর্মী নজরকাড়া শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে শোভাযাত্রার জনস্রোত সাধারণ মানুষের নজর কেড়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট, সীতাকুণ্ড সিটি গেট, একেখান ও অলংকার মোড়সহ অতিক্রম করে বহরটি সাগরিকা এলাকায় গিয়ে শেষ হয়। দীর্ঘ সময় মহাসড়কজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূলের হাজারও নেতাকর্মী অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কাজী সালাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে অবস্থান নেওয়া সাধারণ মানুষ হাততালি ও করতালির মাধ্যমে শোভাযাত্রাকে স্বাগত জানান।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ মোরসালিনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুরুল ও উপজেলা ও বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের নেতৃত্বে শোভাযাত্রায় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন, পোস্টার ও প্ল্যাকার্ড। দৃষ্টিনন্দন এই আয়োজন স্থানীয় বাসিন্দা ও পথচারীদের বিশেষভাবে আকর্ষণ করে।
এর আগে সকাল ৮টা থেকেই পূর্বঘোষণা অনুযায়ী সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বড়দারোগারহাট এলাকায় জমায়েত হতে থাকেন। বড়দারোগারহাট বাজারে বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দরা বলেন, সীতাকুণ্ড বিএনপি সবসময় মর্যাদা ও গৌরবের সঙ্গে বিজয় দিবস পালন করে আসছে। আমাদের অভিভাবক অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী কারাবন্দি থাকাকালীন সময়েও সব বাধা উপেক্ষা করে বিজয় দিবসের র্যালিসহ সকল আয়োজন অব্যাহত রেখেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে।
শোভা যাত্রায় অংশ নেন বিএনপি নেতা ডাঃ কমল কদর, জহুরুল আলম জহুর, মোঃ ইউসুফ নিজামী, মোঃ মোরসালিন, মোঃ জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, মুজাহির উদ্দিন আশরাফ, মুক্তিযোদ্ধা মহরম আলী, সালামত উল্লাহ, ইদ্রিচ মিয়া, খোরশেদ আলম মেম্বার, খ ম নাজিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর, আওরঙ্গজেব মোস্তফা, মোঃ সিদ্দিক, লোকমান হাকিম, এ্যাডঃ রওশন আরা, নাজমুন নাহার নেলী, মোস্তাফিজুর রহমান হিরু, আইনুল কামাল, আনোয়ারুল আজিম মুকুল, সবুজ, সাহাবুদ্দিন, জাহেদুল হাসান, ফজলুল করিম চৌধুরী, সাহাবুদ্দিন রাজু, রোকন উদ্দিন মেম্বার, ইব্রাহিম, লোকমান হোসেন রকিব, অমলেন্দু কনক, জিয়াউদ্দিন, আসলাম উদ্দিন, মামুন রেজা, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মহিউদ্দিন, সোলাইমান রাজ, মোমিন উদ্দিন মিন্টু, হেলাল উদ্দিন, আলমগীর মেম্বার, আনোয়ার, কোরবান আলী সাহেদ, সেলিম উদ্দিন কাউন্সিলর,রফিক, শহীদুল্লাহ ভূঁইয়া, আবু সিদ্দিক বাল্লা, আলাউদ্দিন, নুরুল আফসার, আলাউদ্দিন , মহিন উদ্দিন মহিন, তানভীর, ঈসমাইল হোসেন, বাবলু, আশরাফ জিকু, শাকিল প্রমূখ।