নীলফামারী ৪ আসনে ১৪১টি ওয়ার্ডে একসাথে বিএনপির নির্বাচনী প্রচারনা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৩ পিএম
নীলফামারী ৪ আসনে ১৪১টি ওয়ার্ডে একসাথে বিএনপির নির্বাচনী প্রচারনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি বেশ তৎপর হয়েছে। নীলফামারী চার আসনে বিএনপির প্রার্থী হলেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। ফলে আরো বেশি শক্তিশালি হয়ে ভোটের মাঠে কাজ করছেন নেতা কর্মীরা। তারই সুত্রধরে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি,মহিলা দলসহ অংগ সংগঠনের নেতা কর্মীরা নীলফামারী -৪ আসনের প্রতিটি ওয়ার্ডে একসাথে নির্বাচনী প্রচারনা শুরু করেন।

 ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গফুর সরকারের নির্দেশনায় ওই প্রচারণা চলে। এক টানা সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত প্রচারণা চালানো হয়।

এ সময় নীলফামারী- ৪, আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘোষনা বাস্তবায়ন করা হচ্ছে। সাথে তাঁর হাতকে শক্তিশালী করতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানাতে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী প্রচারনা চালানো হচ্ছে।  তিনি আরও বলেন,সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা মিলে নীলফামারী -৪ আসন। এ আসনে সৈয়দপুর পৌরসভায় রয়েছে ১৫টি ওয়ার্ড, উপজেলার ৫টি ইউনিয়নে ৪৫ টি ওয়ার্ড। অপরপাশে কিশোরগঞ্জে ৯টি ইউনিয়নে রয়েছে ৮১টি ওয়ার্ড। এসব ওয়ার্ডে বিএনপির যেসকল নেতা কর্মীর বসবাস। তারা সেসব ওয়ার্ডে দলবদ্ধভাবে একই সাথে এবং একই সময়ে ৩১ দফা দাবী  বাস্তবায়ন ও ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানাতে এই নির্বাচনী প্রচারনা চালানো হয়েছে।

সৈয়দপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু বলেন, দলীয় ৩১ দফা বাস্তবায়ন ও নীলফামারী -৪ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গফুর সরকারকে জয়ী করতেই সকল নেতা কর্মী নিজ নিজ ওয়ার্ডে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছে। 

পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান কবির রুনি জানান, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীলফামারী-৪ আসনের প্রার্থী আলহাজ্ব গফুর সরকার এর স্বপক্ষে প্রচারনা চালাচ্ছি। এতে শতকরা ৯০ ভাগ ভোটারের সারা মিলছে। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত বলে আমরা আশাবাদী। 

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, নীলফামারী-৪ আসনের প্রায় মানুষ বিএনপি ঘরোনার। একারণে আমরা এ আসনের ১৪১ টি ওয়ার্ডের সকল নেতা কর্মী নিজ নিজ এলাকা থেকে নির্বাচনী প্রচারনায় বিএনপি প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছি। আমাদের বিশ্বাস জনগন যেভাবে সারা দিচ্ছে, তাতে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন ইনশাআল্লাহ। 

এই নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড এস এম ওবায়দুর রহমান, সহ-সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, বিএনপি নেতা জিয়াউল হক জিয়া,সহ-সভাপতি সফিকুল ইসলাম জনী, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, ছাত্র দল সভাপতি ইন্জিনিয়ার আরমান হোসেন,

জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক সোহাগ, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা রহমান, বিএনপির ত্যাগী নেতা অধ্যক্ষ লুৎফর রহমানসহ হাজারো নেতা কর্মী।