ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে দশটায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলে ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক ইয়াহিয়া খালেদ, জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, নাচোল উপজেলার জামায়াতের আমির ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলার জামায়াতের আমির ইমামুল হুদা, জামায়াত নেতা ও চৌডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।