দেলদুয়ারে হাদী হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) :
| আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৬ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৬ পিএম
দেলদুয়ারে হাদী হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের দেলদুযার উপজেলার নাটিয়াপাড়া এলাকার  শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া নামক স্থানে  বিক্ষোভ মিছিল ও সাময়িক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার  জুমার নামাজ শেষে নাটিয়াপাড়া  ছাত্র জনতা  এ বিক্ষোভ মিছিল করে। মিছিলটি নাটিয়াপাড়া  মহাসড়কে বিক্ষোভ  করে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এতে যান চলাচল কিছুক্ষন  বন্ধ থাক

বিক্ষোভকারীরা বলেন, হাদী হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তি হত্যাই নয়, এটি ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকারকে চ্যালেঞ্জ করার শামিল। অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

খবর পেয়ে  দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো : সাখাওযাত হোসেন  সঙ্গীয়  ফোর্স   সহ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেন। পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার জেলার সংবাদ পড়তে