গাজীপুরের কালীগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ বিচারের দাবিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড মুনশুরপুর এলাকায় খোদেজা শপিং কমপ্লেক্রোর সামনে কালীগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইয়ুথ অ্যাক্টিভিস্ট লেখক রানা সরকার, এনসিপির নেতা শরীফুল ইসলাম, জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান, ছাত্রনেতা হিমেল মিয়া, ছাত্রনেতা শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম, রিহাম হোসাইন রিদম প্রমুখ। সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার মুল পরিকল্পনাকারী ও যার মাধ্যমে গুলি করা হয়েছে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শান্তির ব্যবস্থা করতে হবে। জুলাই ২৪ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারীদের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যেন বাংলার মাটিতে আর কারো মায়ের বুক খালি না হয়। হাদির প্রকৃত খুনি গ্রেফতারে সরকার ব্যর্থ হলে আগামী দিন বৃহৎ আন্দোলনের কর্মসূচি পালন করা হবে। পরে শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এই সময় বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হাদি মৃত্যুবরণ করেন।