কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বিএল উচ্চ বিদ্যালয় মাঠে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী’র(সীড্স) আওতায় দিন ব্যাপি কৃষি ও চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেলা উপলক্ষে এক আলোচনা সভায় বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান মো. তাইজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলার সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আবু হেনা মো. মহসিন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, ইউপি সদস্য ছেফারুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের প্রমূখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইএসডিও সীড্স প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সেই সাথে প্রান্তিক পর্যায়ে, তথা ইউনিয়নে এ ধরনের মেলার আয়োজন করায় ইএসডিও কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
চাকুরির মেলা নিয়ে ইএসডিও-সীড্স প্রকল্পের রাজারহাট উপজেলা সমন্বয়কারী মো. অহিদুদ-জামান বলেন- ছিনাই, বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের প্রকল্পের সুবিধাভোগি সদস্যগণসহ স্থানীয় জনগন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা এ মেলায় অংশগ্রহন করে আধুনিক কৃষি প্রযুক্তি ও বিভিন্ন কারিগরি ট্রেডের সুবিধা সম্পর্কে তথ্য জেনেছেন। সেই সাথে উদ্দ্বুদ্ধ হয়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহন করে বেকারত্ব ঘুচিয়ে চাকুরির সুযোগ সৃষ্টি করতে পারবেন। এজন্য মেলায় আসা দর্শকরা প্রকল্পের কাজসমূহ দেখে ভূয়ষি প্রসংশা করেন। এবিষয়ে ইএসডিও-সীড্স প্রকল্পের কর্মসূচী ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বলেন-ইএসডিও-সীড্স প্রকল্পের আওতায় এ বছর উলিপুর,রাজারহাট ও চিলমারী উপজেলায় পর্যায়ক্রমে কৃষি ও চাকুরী মেলার আয়োজন করা হয়। মূলতঃ প্রকল্পের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের আয়োজন প্রকল্পের উপকারভোগিদের আরো বেশি উৎসাহিত ও অনুপ্রানিত করা হবে। প্রান্তিক জনগোষ্ঠির জীবন যাত্রার মান উন্নয়ণে স্ট্রমি ফাউন্ডেশন,নরওয়ে’র আর্থিক সহায়তায় ইএসডিও সীড্স প্রকল্পটি আগামি ২০২৮ সাল পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। উল্লেখ এবারে কৃষি ও চাকুরি মেলায় রাজারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভিন্ন কৃষি পণ্যের কোম্পানির প্রতিনিধি ও সিএসপি কর্তৃক মেলায় যুবক-যুবতি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহ মোট ১৫ টি স্টল স্থাপন করা হয়। এছাড়াও প্রকল্প থেকে গ্রাউন্ড ডেমোনস্টেশন করা হয়, যেখানে প্রকল্পের প্রধান প্রধান কাজ সমূহ মাটিতে বাস্তব উপকরনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আধুনিক ও অভিযোজিত পদ্ধতির ব্যবহার দেখানো হয়। যা মেলায় অগত দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজন ও আকর্ষন ছিল। প্রকল্পের সংলাপে কিশোরীরা গান, নাটক,অভিনয় ও নাচের মাধ্যমে অনুষ্ঠানকে আরো প্রানবন্ত ও আনন্দময় করে তোলেন।