কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ১২:৫১ এএম
কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া
বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার বিকালে উপজেলার কড়িহাতার মাটিকাটা ও তরগাঁও ইউনিয়নের সরসপুর বেপারী বাড়ি আঙ্গিনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান। কড়িহাতা ইউনিয়নের মাটিকাটা ৮ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম কাজল। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুতফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, অ্যাডভোকেট আলমাস উদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, গিয়াসউদ্দিন মেম্বার প্রমুখ। উপজেলার তরগাঁও ইউনিয়নের সরসপুর বেপারী বাড়ি আয়োজিত মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান মতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। গাজীপুর জেলা জজ আদালতের আইনজীবী মোঃ আবু তাহের নয়নের পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল আমিন তুহিন, ডাঃ নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মোঃ সারোয়ার, অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, রায়েদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির প্রমুখ। এসময় বিগত আওয়ামী দুঃশাসনে কারা নির্যাতনের শিকার শরিফ, মাসুদ, শাহজাহান ও নাজমুল ইসলাম হৃদয়কে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দোয়া অনুষ্ঠানে বৃহত্তর সরসপুর গ্রামের বেপারী বাড়ির বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আচরণবিধি মেনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য শাহ রিয়াজুল হান্নান আহ্বান জানান। তিনি এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে সহনশীল ও সহাবস্থান বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, আমার পরিবার বংশ পরম্পরায় কাপাসিয়ার উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমার দাদা প্রাক্তন মন্ত্রী প্রয়াত ফকির আব্দুল মান্নান, পিতা সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার হান্নান শাহ্ আপনাদের সাথে নিয়েই কাপাসিয়ার সার্বিক উন্নয়নে আজীবন চেষ্টা করেছেন। পিতার স্বপ্নের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ গুলো যেন আপনাদের পরামর্শ অনুযায়ী সমাপ্ত করতে পারি, এরজন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম ব্যাপারী।
আপনার জেলার সংবাদ পড়তে