ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর, বাদ মাগরিব কাপাসিয়া ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে, বাসস্ট্যান্ড, ডাক বাংলো মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, কলেজ রোড, মুক্তিযোদ্ধা চত্বর, থানার মোড় হয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
তাজউদ্দীন আহমদ চত্বরে বিক্ষোভ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব হারুনুর রশিদ, যুবদল নেতা মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, শফিকুল ইসলাম জ্যাকি প্রমুখ।
অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি ছিলেন জুলাই বিজয়ের বিপ্লবী নেতা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে সবসময় প্রতিবাদ করতেন। তাঁর বিপ্লবী কন্ঠ কোটি মানুষকে উজ্জীবিত করেছিলো। হাদির মৃত্যুকে শক্তিতে রূপান্তরিত করে যুব-তরুণ সমাজ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।