পাবনার সুজানগর থানা পুলিশ ৫০পিস ইয়াবাসহ মোঃ মাহতাব উদ্দিন শেখ (৪৫) ও তার স্ত্রী শিখা খাতুনকে (৪০) গ্রেফতার করেছে। শনিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ বাড়ি উপজেলার মথুরাপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
সুজানগর থানার ডিউটি অফিসার মোঃ সাব্বির হোসেন জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী উক্ত মাহতাব শেখ ও তার স্ত্রী শিখা খাতুন দীর্ঘদিন নিজ বাড়িতে ইয়াবা এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিল। ওইদিন দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন নেতৃত্বে এসআই আবুল বাসার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে বাড়ি তল্লাশী করে ৫০পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।