মান্দায় যুবদলের মতবিনিময় সভা

এফএনএস (মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৬ পিএম
মান্দায় যুবদলের মতবিনিময় সভা

নওগাঁর মান্দায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিজয় নিশ্চিত করতে উপজেলা যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি ছিলেন। 

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। 

সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, যুবদলনেতা মাস্টার এনামুল হক ও শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জুবায়ের ও নুরুল ইসলাম। 

শেষে বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে