ইন্দুরকানীতে আ’লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৬ পিএম
ইন্দুরকানীতে আ’লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতে ইন্দুরকানী থানা পুলিশের বিশেষ অভিযানে ইন্দুরকানী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল ফরাজী (৬০) এবং পাড়েরহাট ইউনিয়নের বাটাজোড় ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জসিম (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ জামাল ফরাজী (৬০) সদর ইউনিয়নের সেউতিবাড়িয়া গ্রামের মৃত সেকান্দার ফরাজীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, দেশব্যাপী “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২”নামের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইন্দুরকানী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে