তীব্র শীতে কাঁপছে চলনবিলাঞ্চল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩০ পিএম
তীব্র শীতে কাঁপছে চলনবিলাঞ্চল

পৌষের তীব্র শীতে কাঁপছে চাটমোহরসহ চলনবিল অধ্যুষিত জনপদ। গত দু’দিন ধরে বইছে শৈত্যপ্রবাহ,দেখা মিলছেনা সূর্যের। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। তীব্র শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সকাল ও রাতে ঠান্ডার কারণে বিল অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে। সরকারি-বেসরকারিভাবে কিছু কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। শৈত্যপ্রবাহের কারণে সন্ধ্যার পরপরই রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। পৌষের কনকনে শীত আর শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে