শিশু আয়শাকে বাঁচাতে সাহায্যের আকুতি

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০১:০৯ পিএম
শিশু আয়শাকে বাঁচাতে সাহায্যের আকুতি

নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব গুগড়াকান্দি গ্রামের দরিদ্র অটোরিকশাচালক মোহাম্মদ আলী ওরফে মিস্টারের তিন বছর বয়সী কন্যা আয়শা সিদ্দিকা মারাত্মক হৃদরোগে আক্রান্ত। জন্মগতভাবে তার হার্টে ছিদ্র রয়েছে এবং পাশাপাশি ‘বাল্ব’জনিত জটিল সমস্যাও ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যেই অপারেশন করা না হলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। এ জন্য প্রয়োজন হবে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব।

শিশু আয়শার বাবা মোহাম্মদ আলী জানান, জন্মের ছয় মাস বয়স থেকেই আয়শার অস্বাভাবিকভাবে মাথা ঘামতে থাকে। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠান। সেখানে বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, আয়শার হার্টে ছিদ্র রয়েছে এবং আরও জটিলতা আছে। এরপর তাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা স্পষ্টভাবে জানান, শিশুটিকে বাঁচাতে হলে নির্ধারিত সময়ের মধ্যেই অপারেশন জরুরি।

আয়শার মা সুমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, অসুস্থতা বাড়লে আয়শার শরীর নীলচে হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। তখন কচি কণ্ঠে সে বলে, ‘আল্লাহ আমারে বাঁচাও।’ একজন মা হিসেবে এসব দৃশ্য সহ্য করা তার পক্ষে অসম্ভব। চিকিৎসকরা পুষ্টিকর খাবার দেওয়ার পরামর্শ দিলেও দারিদ্র্যের কারণে তা সম্ভব হচ্ছে না। অসুস্থ শিশুকে রেখে বাইরে কাজ করতেও পারছেন না তিনি।

অসহায় এই পরিবার সবার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। কেউ সাহায্য করতে চাইলে বিকাশ নম্বর ০১৯৮৮-২৭৬৫৩৬-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে