কয়রা উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতির পদ হতে মোঃ শাহাজান মোল্যা পদত্যাগ করেছেন। তিনি ঐ ইউনিয়নের পাতাখালী গ্রামের মৃত সাদেক মোল্যার পুত্র। সোমবার (২২ ডিসেম্বর )বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে মোঃ শাহাজান মোল্যা বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবিরক সমস্যা ও শারীরিক অসুস্থ্যতার কারনে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালন করতে পারছিনা । যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেছেন। তিনি আরও বলেন, বিগত দিনে মামলা হামলার ভয় দেখিয়ে আমাকে ঐ পদে রাখে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বর্তমানে আমার পক্ষে উক্ত ওয়ার্ডের সভাপতির পদে দায়িত্ব পালন করা সম্ভাব হচ্ছেনা। এজন্য আমি সেচ্ছায় পদত্যাগ করছি।