ওসমান হা‌দি এবং দিপু হত‌্যার প্রতিবা‌দ ও বিচা‌রের দাবী‌তে পটুয়াখালী‌তে মানববন্ধন

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৪ পিএম
ওসমান হা‌দি এবং দিপু হত‌্যার প্রতিবা‌দ ও বিচা‌রের দাবী‌তে পটুয়াখালী‌তে মানববন্ধন

ধর্মীয় রাষ্ট্র নয়-ধর্মনিরপেক্ষ রাষ্ট্রর চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার- শ্লোগান নি‌য়ে পটুয়াখালী‌তে ওসমান হা‌দি এবং দিপু হত‌্যার প্রতিবা‌দ ও বিচা‌রের দাবী‌তে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক‌্য প‌রিষ‌দ ও পূজা উদযাপন ক‌মি‌টির উ‌দ্যো‌গে মানববন্ধন কর্মসূচী অনু‌ষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সা‌ড়ে ১১টায় পটুয়াখালী প্রেসক্লা‌ব চত্ত্ব‌রে ঘন্টা ব‌্যপী মানববন্ধন কর্মসূচীতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক‌্য প‌রিষ‌দের সভাপ‌তি বীরমু‌ক্তি‌যোদ্ধা অতুল চন্দ দাসের সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন সংগঠ‌নের সহ-সভাপ‌তি তপন কর্মকার, জেলা পূজা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি কাজল বরণ দাস প্রমুখ।

বক্তারা ব‌লেন, শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা গুলি ক‌রে হত‌্যা ক‌রে‌ছে আজ অব‌ধি প্রধান আসামী গ্রেফতার হয়‌নি, ১৮ ডিসেম্বর রাত ৯টায় কথিত ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে অর্ধমৃত করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হ‌য়ে‌ছে, ৬ ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা প্রবীন শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়, ৫ ডিসেম্বর ফরিদপুরের সালফায় মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার, ২ ডিসেম্বর নরসিংদীর রায়পুরায় স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকারকে নির্মমভাবে হত্যাসহ চলতি বছরে সারা দেশব্যাপী অর্ধশতের বেশি হত্যা এবং ধর্ষণ, ধর্মীয় উপাসনালয়ে হামলা, কথিত ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার ও আদিবাসীদের ওপর হামলাসহ সংখ্যালঘুদের ওপর সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার আজ পর্যন্ত কোন বিচার পাই‌নি এমন‌কি এসব ঘটনায় জ‌ড়িত কোন আসামী‌কে গ্রেফতার পর্যন্ত কর‌তে পা‌রে‌নি প্রশাসন। ‌এসব দোষী‌দের দ্রুত গ্রেফতার ক‌রে বিচা‌রের কাঠগড়ায় আনার দাবী জানান বক্তারা। বন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে