নওগাঁর ধামইরহাটে ২০২৫-২৬ অর্থ বছরে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের লক্ষে জি.আর এর চাউলের ডিও বিতরণ করা হয়েছে। ২২ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী’র সভাপতিত্বে ৭৫টি গীর্জার প্রত্যেকটিতে ৫০০ কেজি করে জি.আর চাউলের ডিও বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন মো. মামুন অর রশিদ, উজেলা সমবায় অফিসার হারুনুর রশিদ, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান কল্যান ফ্রন্টের সভাপতি মহেশ পালসহ বিভিন্ন গীর্জা কমিটিরসভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।