চাঁদপুর জেলা হাসপাতালে বাধন হিজড়া সংঘের উদ্যোগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৭ পিএম
চাঁদপুর জেলা হাসপাতালে বাধন হিজড়া সংঘের উদ্যোগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আড়াই'শ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে বাধন হিজড়া সংঘ কর্তৃক আয়োজিত ওরিয়েন্টেশন হেলথ কেয়ার পোপাডাইর অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) বেলা বারোটার সময় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি এইডস প্রতিরোধ এবং চিকিৎসা সেবা প্রদান বিষয়ে ওরিয়েন্টেশনে সভাপ্রধানের বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডা.আশ্রাফ আহমেদ চৌধুরী। এ সময় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা  মো. আলাউদ্দিনসহ,ডক্টরস,নার্স ও সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহাবু বলেন, হেপাটাইটিস বি, এইচআইভি এইডস প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। এর যথার্থ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। যারা এই ভাইরাসে আক্রান্ত হন তাদের অনেকেই জানেনা তারা এই রোগ বহন করছেন।কিন্তু সচেতনতা বৃদ্ধি এবং প্রতিশেধক চিকিৎসা গ্রহনে এই ভাইরাস প্রতিরোধ সম্ভব।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পরিচিতি, এইচআইভি এইডস প্রতিরোধ এবং চিকিৎসা সেবা প্রদান প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সবশেষে উন্মুক্ত আলোচনায় ওরেন্টেশন সমাপ্ত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে