বরিশাল-৩ আসন (বাবুগঞ্জ-মুলাদী) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সোমবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স।
এ সময় বাবুগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা এ্যাডভোকেট জয়নুল আবেদীনের মনোনয়নের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।