দাকোপে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬ পিএম
দাকোপে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

দাকোপে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মানব পাচার প্রকল্প ব্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধ বিষয়ক এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু বলেন, মানব পাচার ও অনিয়মিত অভিবাসন একটি অভিশাপ।  প্রান্তিক পর্যায়ে স্বল্প শিক্ষিত জনগোষ্ঠী অভিবাসনের ক্ষেত্রে সব থেকে বেশী প্রতারনার শিকার হচ্ছে। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে এটি প্রতিরোধ করা সম্ভব। সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা গুলোর বিভিন্ন সেবার আওতায় সম্ভব্য অভিবাসীদের অন্তর্ভূক্ত করা জরুরী। তিনি আশা প্রকাশ করে বলেন ব্র্যাকের এই উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে কার্যক্রর ভূমিকা রাখবে। সভায় বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান আতিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সনা আকতার, খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসাইন, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক খালেদুর রহমান, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, লতিকা বিশ্বাস, মোঃ সোয়েব হোসেন, খুলনা এমআরএসসি’র সেক্টর স্পেশালিস্ট শ্রাবন্তী সাহা প্রমুখ। সভায় উপস্থিত সকলে মানব পাচার প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে