আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের কাছ থেকে আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতারা।
এসময় জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, জেলার যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আবু রায়হান, রংপুর-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ-আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দরা বলেন, আখতার হোসেন গণঅভ্যুত্থানের অগ্রনায়ক এবং প্রথম রাজবন্দী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র আখতার হোসেন তার কর্মকান্ডের মাধ্যমে নিজেকে জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভোটারদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে তিনি রংপুর-৪ আসনের কাঙ্খিত উন্নয়ন করবেন বলে আমরা প্রত্যাশা করছি।
ইতোমধ্যে ইতিবাচক নানা কর্মকান্ডের কারণে পীরগাছা-কাউনিয়াবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন গণঅভ্যুত্থানের নায়ক আখতার হোসেনথএমনটা দাবি করেন দলটির নেতারা।
কাউনিয়া উপজেলার মধুপুর এলাকার বাসিন্দা আখতার হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একা অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে।
এর আগে আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা ছিলেন। পুলিশি নির্যাতন-নিপীড়নেও না হারা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেন। জুলাই আন্দোলনে অসামান্য অবদান রয়েছে তার। এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ।
রংপুর-৪ আসনটি সংসদের ২২নং আসন। কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। এবার এ আসনে লড়বেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। গত ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দল থেকে মনোনয়ন দেওয়া হলেও এর আগে এ বছরের ১ জুলাই রংপুরে জুলাই পদযাত্রা থেকে আখতার হোসেনকে রংপুর-৪ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রংপুর জেলার ছয়টি আসনের মধ্যে রংপুর-৪ আসনে আলোচনায় তিন প্রার্থী। এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রার্থীকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। তবে অনেকেই মনে করছেন, জাতীয় পার্টির প্রার্থী পীরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান নির্বাচনের মাঠে থাকলে প্রতিদ্বন্দ্বিতা ত্রি-মুখী হবার সম্ভাবনা রয়েছে।
রংপুর-৪ আসনে দুটি উপজেলায় পাঁচজন হিজড়াসহ মোট ভোটার ৫ লাখ নয় হাজার ৯০৬ জন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি ১ বার জয় পেয়েছিল।