ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। এসময় পাচার কাজে জড়িত খাকায় ট্রাকটিও জব্দ করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান মঙ্গলবার ভোররাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)’র একটি আভিযানিক দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি বালু ভর্তি ট্রাক আটক করে তল্লাশী চালিয়ে বালুর নিচে লুকায়িত বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩১ লক্ষ টাকা।
জব্দকৃত পণ্য আইনগত প্রক্রিয়া শেষে শায়েস্তাগঞ্জ কাস্টম’স হাউজে জমা দেয়া হয়েছে।