মেট্রোরেলে ভ্যাট ছাড় বহাল, ২০২৬ সালের জুন পর্যন্ত কম ভাড়ার সুবিধা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১১ এএম
মেট্রোরেলে ভ্যাট ছাড় বহাল, ২০২৬ সালের জুন পর্যন্ত কম ভাড়ার সুবিধা

নগরবাসীর জন্য স্বস্তির খবর। জনস্বার্থ বিবেচনায় মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও বাড়িয়েছে সরকার। ফলে মেট্রোরেলের টিকিটে ভ্যাট ছাড়ের সুবিধা আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এতে যাত্রীদের ভাড়া তুলনামূলকভাবে কম থাকছে এবং গণপরিবহন হিসেবে মেট্রোরেলের ব্যবহার আরও উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে মেট্রোরেলকে আরও জনপ্রিয় করতে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনবিআর জানায়, এর আগে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সুবিধার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান রয়েছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও চালুর শুরু থেকেই যাত্রীস্বার্থে এই সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএলের অনুরোধে সরকার এই অব্যাহতির সুবিধা দিয়ে আসছে।

এনবিআরের কর্মকর্তারা মনে করছেন, ভ্যাট অব্যাহতি অব্যাহত থাকায় যাত্রীদের আর্থিক চাপ কমবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে আধুনিক গণপরিবহন ব্যবহারে নগরবাসীর আগ্রহ বাড়বে, যা যানজট ও পরিবেশ দূষণ কমাতেও ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে