ঝিনাইদহ-৪ আসনে বিএনপি কোনো প্রার্থী দিচ্ছেন না। এর বদলে প্রার্থীতা পাচ্ছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এই আসনে বিএনপির প্রার্থী না পাওয়ায় কান ধরে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরহাদ হোসেন নামে এক যুবক। বুধবার সকালে তিনি নিজের কান ধরে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণামূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে ফরহাদ হোসেন বলেন,আমি কান ধরে রাজনীতি ছাড়ছি। এই আসনে সাইফুল ইসলাম ফিরোজ ও হামিদুল ইসলাম হামিদের যে কোন একজনের সমর্থক হিসেবে কাজ করতাম। তাদের মধ্যে থেকে মনোনয়ন না দেওয়ায় কান ধরে বিএনপি ত্যাগ করছি। গত ১৭ বছর যারা কালীগঞ্জে বিএনপির রাজনীতি ধরে রেখেছিল তাদের মনোনয়ন দেওয়া না হলে আর রাজনীতি করব না।
তাজু জোয়ারদার নামে বিএনপির এক কর্মী কাঁদতে কাঁদতে বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি সাইফুল ইসলাম ফিরোজের সাথে। এখন একজন বহিরাগতকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন ভাবেই মানতে পারছি না।