কালীগঞ্জে নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে ১ কর্মির অব্যাহতি

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৮ পিএম
কালীগঞ্জে নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে ১ কর্মির অব্যাহতি

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির পক্ষ থেকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন শাকিল হোসেন নামে দলের এক কর্মী।

শাকিল হোসেন কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের মঙ্গল হোসেনের ছেলে। তিনি পেশায় এটিএম বুথের নিরাপত্তা কর্মী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহরের ছন্দা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় শাকিল হোসেন বলেন, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন স্থানীয় নেতাদের দেওয়া উচিত ছিল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ অথবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এই দু’জনের মধ্যে যেকোনো একজনকে মনোনয়ন দেওয়া হলে আমি আবার বিএনপির রাজনীতি করবো।

তিনি আরও বলেন, রাশেদ খান বহিরাগত। তাকে আমরা চিনি না, জানি না। অথচ তাকেই বিএনপি মনোনয়ন দিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদেই আমি নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।