রংপুরের তারাগঞ্জ উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের তেতুলতলা বাজারে এ গণসংযোগের আয়োজন করা হয়।
গণসংযোগ সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মোনাববর হোসেন। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত জনগণকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং একজন সচেতন নাগরিক হিসেবে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি গণভোট বিষয়ক কয়েকটি তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যা উপস্থিত জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করে।
গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। তারা উপস্থাপিত বক্তব্য ও প্রদর্শিত ডকুমেন্টারি মনোযোগসহকারে উপভোগ করেন এবং নির্বাচন ও গণভোট সম্পর্কে বিভিন্ন বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অনেকেই মন্তব্য করেন।