সুন্দরগঞ্জে নিঃস্বার্থ শান্তি সংঘের শীতবস্ত্র বিতরণ

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ পিএম
সুন্দরগঞ্জে নিঃস্বার্থ শান্তি সংঘের শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের নিঃস্বার্থ শান্তি সংর্ঘের উদ্যোগে অসহায় শীতার্ত বৃদ্ধ-বৃদ্ধা, মাদ্রাসার ছাত্র, ভ্যান চালক ও  মসজিদের মোয়াজিনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে দারুস সালাম মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা সংর্ঘের সভাপতি মো. ফিরোজ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠি হয়। 

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, নিঃস্বার্থ শান্তি সংর্ঘের উপদেষ্টা মো. মাহে আলম সরকার, সংর্ঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সদরুল ইসলাম, সুধী মো. আব্দুল ওয়াহেদ কবিরাজ, সহ-সভাপতি মো. আবু সাঈদ রঞ্জু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল মুমিত বিন মাহে আলম।

পরে কমপক্ষে ১৫০ জন অসহায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে দোয়া পরিচালণা করেন হাজি মফিজ উদ্দন জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল মজিদ।