দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত রঙিন ফুলকপি’র প্রদর্শনী পরিদর্শন করেছেন যুগ্ম-সচিব মোঃ সাবেত আলী। শনিবার সকালে উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের ওকড়া গ্রামের মুনির উদ্দিন মিন্টু’র ২০ শতক জমিতে উৎপাদিত রঙিন ফুলকপি’র প্রদর্শনী পরিদর্শন করেন যুগ্ম-সচিব।
এসময় প্রকল্প পরিচালক আবুরেজা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আনিসুজ্জামান, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজাহান আলী, কৃষক মুনির উদ্দিন মিন্টু’সহ স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।