এক নজরে দেখে নিন বিপিএল ইতিহাসে যত হ্যাটট্রিক

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৬ পিএম
এক নজরে দেখে নিন বিপিএল ইতিহাসে যত হ্যাটট্রিক

বিপিএলে হয়েছে মোটে ২ দিন, গেছে কেবল ৪ ম্যাচ। এর মধ্যেই একটি হ্যাটট্রিক দেখে ফেলেছে বিপিএল। সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেছেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা। নোয়াখালীর বোলিং ইনিংসের ১৮তম ওভারের শেষ ৩ বলে একে একে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ এবং খালেদ আহমেদকে আউট করে দারুণ এক হ্যাটট্রিক করেন রানা। দলকে ম্যাচ জেতানোর সম্ভাবনাও জাগিয়েছিলেন। তবে শেষ ওভারের চরম নাটকীয়তায় তা আর হয়নি। ১ উইকেটে ম্যাচ জিতে শেষ হাসি হেসেছে সিলেট টাইটান্স। রানার হ্যাটট্রিক বিপিএলের ইতিহাসের ৯ম হ্যাটট্রিকের রেকর্ড। ৯ম বোলার হিসেবেই হ্যাটট্রিক করলেন রানা। বিপিএলে একাধিকবার এই স্বাদ পাননি কেউ। স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিকের রেকর্ড ৮টি, ৭ জনের। দুইবার হ্যাটট্রিক করেছেন কেবল আল-আমিন হোসেন। বিপিএলে যত হ্যাটট্রিক-

মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) - প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটরস (২০১২)

আল-আমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)

আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)

ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) - প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)

আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)

মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)

শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)

মঈন আলী (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (২০২৪)

মেহেদী হাসান রানা (নোয়াখালী এক্সপ্রেস) - প্রতিপক্ষ সিলেট টাইটান্স (২০২৫-২৬)

আপনার জেলার সংবাদ পড়তে