রাজশাহী-১তানোর গোদাগাড়ী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি পাল্লা প্রতিকের প্রার্থী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার বিকালে তিনি তানোর উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার নাইমা খানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এর আগে দুপুরে তিনি রাজশাহী জেলা প্রশাসক ও জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার আসিফা আক্তার ও বিকালে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় তার সাথে ছিলেন রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসের, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারী ডিএম আক্কাস আলী দেওয়ান প্রমুখ।
এসময় হাজারো নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে তানোর গোল্লা পাড়া বাজার পর্যন্ত পাঁয়ে হেটে যান। মনোনয়ন পত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি বিপক্ষ দলের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় ভোটার কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের প্রভাহিত করা হচ্ছে বলে জানান।