বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্ক্লায় চালকসহ নিহত ২

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:১০ পিএম
বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্ক্লায় চালকসহ নিহত ২

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় তাকওয়া ফুড এন্ড বেভারেজ কোম্পানীর চালক ও বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় সড়কের পার্শে দাঁড়িয়ে ছিল। পরে একই দিক থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি কাভার্ডভ্যান পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তাকওয়া ফুড এন্ড বেভারেজ কোম্পানীর কাভার্ড ভ্যানের চালক নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে সোহাগ হোসেন (৩০) ও বিক্রয় প্রতিনিধি টাংগাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৫) নিহত হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ মনিরুজ্জামান বলেন, মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে মৃতদেহ দুটি হস্তান্তর করা হবে। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান এই কর্মকর্তা।