কয়রায় যুবকদের অংশ গ্রহনে প্লাস্টিক দূষণ রোধে রিফ্রেশার প্রশিক্ষণ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম
কয়রায় যুবকদের অংশ গ্রহনে প্লাস্টিক দূষণ রোধে রিফ্রেশার প্রশিক্ষণ

কয়রায় প্লাস্টিক পলিথিন দূষণ রোধে যুবদের ২ দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর)  সকাল ১০ টায় উপজেলা আনসার ভিডিপি হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইয়ুথ ফর দ্যা সুন্দরবন কয়রার সভাপতি নিরপদ মুন্ডার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চলনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী ও রুপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়। এতে আরও বক্তব্য রাখেন  প্রশিক্ষক মেহেবুব হোসেন মিথুন, ফারজানা আক্তার, সাংবাদিক ফরহাদ হোসেন, ইয়ুথ সদস্য আশিকুজ্জামান, সুব্রত মুন্ডা, খাদিজা খাতুন, সবুজ হোসেন, প্রমুখ। অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে প্লাস্টিক পলিথিন দূষণ কমাতে হবে। প্লাস্টিক ও পলিথিনে নদী-খাল ভরাটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে, যা জলাবদ্ধতা সৃষ্টি করে মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকিতে ফেলছে। বিশেষ করে কয়রার মতো উপকূলীয় এলাকায় এটি জলবায়ু পরিবর্তনের ক্ষতি আরও বাড়িয়ে দিচ্ছে। তাই যুবসমাজকে সম্পৃক্ত করে বোন সংলগ্ন এলাকায়  সচেতনতা সৃষ্টি এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনে উদ্যোগ জোরদার করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে