ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির শোক।

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৩ পিএম
ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির শোক।

ডুমুরিয়া সাংবাদিক কল্যান সমিতির দপ্তর সম্পাদক ও দৈনিক"সময়ের খবর" প্রত্রিকার প্রতিনিধি‌, শেখ আব্দুস সালামের শাশুড়ি ফতেমা বেগম (৫৮) অসুস্থ জনিত কারণে মৃত্যুবরণ করেছেন,(ইন্নালিল্লাহি ওয়ান্না ইলাহি রাজিউন) আমরা তো আল্লাহ আল্লাহর কাছে ফিরে যাবো।

মঙ্গলবার বেলা ১১ টায় জানাজা নামাজ শেষে পাইকগাছা উপজেলার গদারডাঙ্গা গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি মৃত্যুকালে ১ পুত্র ৪ কন্যা,স্বামী,নাতি নাতনিসহ অনেক গুনাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া

সাংবাদিক কল্যান সমিতির নেতৃবৃন্দ। তারা হলেন - সভাপতি কাজি আবদুল্লাহ,সহ-সভাপতি অরুণ দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লসহ অন্যান নেতৃব্ন্দৃ।

আপনার জেলার সংবাদ পড়তে