বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০২:৫১ পিএম
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নামাজের জানাজার দিন আজ বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করায় দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

শামীম হোসেন জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নামাজের জানাজার দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে অর্ন্তর্বতী সরকার। এ দিন সাধারণ ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে পণ্য আমদানি-রপ্তানি ব্ন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ  রয়েছে। আগামীকাল বৃহস্প্রতিবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।  

বেনাপোল চেকপোস্ট  ইমিগ্রেশন পুলিশের ওসি সাখাওয়াত হোসেন জানান, সাধারণ ছুটিতে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে