কয়রায় জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি বিষয়ে ইউনিয়ন এমএসপিকে ক্ষমতায়ন বিষযে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উত্তরণের গেইন প্রকল্পের। সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রকল্পের উপজেলা ম্যানেজার জিএম আলতাব হোসেন লাভলু পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিশাত ইসলাম, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবি ছিদ্দিক, ইউপি সদস্য আবু হাসান, শেখ সোহরাব হোসেন, প্রকল্পের ফিল্ড অফিসার ফৌজিয়া পারভীন, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, উপকারভোগী সদস্য মেহেদী হাসান, রোজিনা খাতুন, যুবক সদস্য আশিকুজ্জামান আশিক প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, এমএসপি সদস্য সহ উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।